গত ০৪ মে, ২০২৪ তারিখ রোজ-শনিবার চেম্বার ভবন, করিমগঞ্জ রোড, সতাল, কিশোরগঞ্জ অফিসে চেম্বারের ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এত সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি জনাব এ.কেেএম মুজিবুর রহমান বেলাল। এসময় চেম্বারের সকল সদস্য ও পরিচালণা পর্ষদের পরিচালকগণ উপস্থিত ছিলেন।